নিসচার সচেতনতামূলক লিফলেট বিতরণের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন

জীবনের আগে জীবিকা নয় সড়ক দুর্ঘটনা আর নয়” স্লোগানে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গুজিয়া বন্দরে নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে গণসচেতনতামূলক লিফলেট বিতরণের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন:
আওয়ামীলীগ ক্ষমতায় থাকবে যতদিন সকল ধর্মের মানুষ তাদের ধর্ম পালনে সমান সুযোগ পাবে- মোহাম্ম নাসিম
কেশবপুর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের পূজামন্দির পরিদর্শন

রবিবার (০৬ অক্টোবর) সন্ধায় উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু। নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ উপজেলা আহ্ববায়ক রশিদুর রহমান রানার সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নিসচা শিবগঞ্জ শাখার যুগ্ম আহ্ববায়ক প্রভাষক আব্দুল হান্নান, প্রভাষক এম.এ আলী, নিসচা শিবগঞ্জ উপজেলার কার্য নির্বাহী সদস্য রবিউল ইসলাম রবি, ওয়ার্ড সদস্য আবু হাসান দুলা, চুন্নু মন্ডল, যুবনেতা মেহেদি হাসান খোকন, নিসচা শিবগঞ্জ উপজেলার কার্য নির্বাহী সদস্য সোহেল রানা, শাহারুল ইসলাম, আব্দুল হামিদ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে সকলে নিরাপদ সড়ক নিশ্চিত করতে অঙ্গিকার ব্যক্ত করেন।

অক্টোবর ০৬, ২০১৯ at ২০:২০:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/আরআই/কেএ