রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়নের ভোট গ্রহণ

সংঘর্ষের মধ্যে দিয়েই চলছে রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন। শুক্রবার (০৪ অক্টোবর) সকাল ৮ টা থেকে নগরীর পাঠানপাড়া সংলগ্ন নাইস কনভেনশন সেন্টারে শুরু হয় মোটর শ্রমিক ইউনিয়নের ভোট গ্রহন। সকাল থেকেই সকল প্রার্থীরা উৎসব মূখর পরিবেশে চলে ভোট গ্রহন।

জানা যায়, ভোট চলাকালীন সময় দুপুর প্রায় ৩ টা ৫০ মিনিটে ভোট কেন্দ্রের বাইরে দাড়ানোকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহাতাব হোসেন ও মমিনুল ইসলাম মমিনের লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। খবর ছড়িয়ে পড়লে ভোট কেন্দ্রের ভেতরেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর ভোট কেন্দ্রের বাইরে এসে প্রার্থীদের বুথ ভাংচুর করে। পরে লাঠিসোটা নিয়ে উভয় প্রার্থীর সমর্থকেরা হামলা চালায়।

আরও পড়ুন:
বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কগুলোতে বিনিয়োগ করার আহ্বান -প্রধানমন্ত্রী
রাবি ভিসি-প্রোভিসির অপসারণে ৫৮ শিক্ষকের বিবৃতি- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

এতে উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।খবর পেয়ে পুলিশ সেখানে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। তবে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অবস্থান নিবে পুলিশ বলে জানিয়েছেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মন।

অক্টোবর ০৪, ২০১৯ at ২০:৪২:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমআর/কেএ