বজ্রপাত থেকে রক্ষায় তালের বীজ রোপন

যশোরের কেশবপুর উপজেলার শিকারপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বজ্রপাত থেকে রক্ষায় তালের বীজ রোপন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সকালে প্রধান অতিথি হিসাবে শিকারপুর সড়কের দুই ধারে তালের বীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার ও শিকারপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা।

আরও পড়ুন:
বীরাঙ্গনা সন্তানকে অটোবাইক দিলেন ডিসি
পদ্মার পানিতে বন্যা দুর্ভোগে হাজারো পরিবার

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইমরান বিন ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান, উপসহকারী কৃষি অফিসার নাছির উদ্দীন প্রমুখ।

উল্লেখ্য কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের নির্দেশনায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বজ্রপাত থেকে রক্ষায় উপজেলার সকল সড়কে তালের বীজ রোপন করা হয়েছে।

অক্টোবর ০৩, ২০১৯ at ১৮:১৪:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসআর/কেএ