পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবির উচনা গ্রামে দুই চাচাতো বোনের পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে উপজেলার পূর্ব উচনা গ্রামে।

আশ্রয় এনজিও পরিচালিত স্কুলের শিক্ষার্থী ছিলেন তারা। উভয়ে একই গ্রামের মোখলেসার রহমানের মেয়ে মুনিরা খাতুন (৬) ও রুবেল হোসেনের মেয়ে মরিয়ম খাতুন (৬)। সম্পর্কে তারা আপন চাচাতো বোন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ঝিরি ঝিরি বৃষ্টির সময় দুই বোন খেলাধুলা করছিল। সন্ধ্যার পর বাড়ীতে না ফেরায় তাদের অনেক খোঁজাখুজি করে না পেয়ে মসজিদের মাইকে তাদের নিখোঁজের বিষয়টি জানিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন:
জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৬ জুয়াড়ী আটক
শারদীয় দূর্গা পূজার প্রস্তুতি পর্ব শেষ

মঙ্গলবার সকালে পথচারীরা পূর্ব উচনা গ্রামের ফিরোজ হোসেনের বাড়ীর পার্শ্বের ডোবায় তাদের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। স্থানীয়দের ধারনা খেলার সময় অসাবধানতা বশতঃ শিশু দুটি ডোবায় পড়ে পানিতে ডুবে মারা গেছে।

এবিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে শিশু গুলি পানিতে ডুবেই মারা গেছে।

অক্টোবর ০১, ২০১৯ at ১৫:১৬:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসআই/কেএ