যশোরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৮৪, চিকিৎসাধীন ২৭৬ জন

যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ৮৪ জন। এ সময়ের সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৭৩ জন। আর চিকিৎসাধীন রযেছে ২৭৬ জন। এরমধ্যে যশোর জেনালে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮৬জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪৮ জন। আর ক্লিনিকে ৪২জন। জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৫০ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে ২ হাজার ৭৪ জন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন, সবমিলিয়ে হাসপাতালে ডেঙ্গু রোগির চাপ কিছুটা কমেছে। আক্রান্তদের সুস্থ হতে নানা পরামর্শ দেওয়া হচ্ছে।

 সেপ্টেম্বর ১৬, ২০১৯ at ১৫:৫৩:১৮ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/একে/এসজে