তালতলীতে ১টি কম্বাইন হার্ভেস্টার মেশিন হস্তান্তর

বরগুনার তালতলীতে নতুন প্রযুক্তির দুটি কম্বাইন হার্ভেস্টার মেশিন হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবী উল কবির জোমাদ্দার একজন কৃষকের মাঝে এ মেশিন হস্তান্তর করেন।

জানা গেছে, কৃষি কাজকে এগিয়ে নেয়ার জন্য সরকার নতুন প্রযুক্তির কম্বাইন হার্ভেস্টার মেশিনের উদ্ভাবন করেন। এই মেশিনে একই সাথে ধান কাটা, মাড়াই ও বস্তাভর্তি করা যায়। সরকারী উন্নয়ন সহায়তার আওতায় কৃষি মন্ত্রনালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তালতলী উপজেলার একজন কৃষকের জন্য এ নতুন প্রযুক্তির কম্বাইন হার্ভেস্টার মেশিন সরবরাহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, তালতলী থানার ভারপ্রাপ্ত কমকর্তা মোঃ কামরুজ্জামান ,উপজেলা কৃষি অফিসার মোঃ আরিফুর রহমান, উপজেলা মৎস্য অফিসার শামিম রেজা , ইউপি চেয়ারম্যান নজির হোসেন পাটোয়ারি, প্রেসক্লাব সভপিতি মু. আঃ মোতালিব প্রমুখ।

মে ১৪, ২০২০ at ১৪:৫৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআর/এএডি