পাবনা সদর উপজেলার বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরন

২০২৩-২৪ আর্থিক সালে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় পাবনা সদর উপজেলার বিভিন্ন সরকারি/প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরন করা হয়েছে।

বুধবার দুপুরে সদর উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্তকরন এর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

আরো পড়ুন :

> ক্ষেতলালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মাসুদ আটক
> কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩০ আগস্ট

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামানিক,অতিরিক্ত পুলিশ সুপার, পাবনা সদর সার্কেল বেনজির আহমেদ,অতিরিক্ত উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাবনা সদর উপজেলা, সহকারী পরিচালক যুব প্রশিক্ষণ কেন্দ্র পাবনা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমবায় অফিসার পাবনা সদর উপজেলা, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মচারীবৃন্দ।

২০২৩-২৪ আর্থিক সালে পাবনা সদর উপজেলার ২২টি প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে ৩৯২.৮৫ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

আগস্ট ১৭, ২০২৩ at ১৬:৪৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মির/ইর