পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস জয়পুরহাটের পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানার সভাপতিত্বে পাঁচবিবি শহীদ স্মৃতি চত্ত্বরে অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন :

> এক স্কুলে ভর্তি ১৭ জোড়া যমজ শিশু
> প্রাইভেট কার থেকে লাশ উদ্ধার

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাড. সামছুল আলম দুদু।

সাংবাদিক সুমন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সহকারী কমিশনার ভূমি মারুফ আফজাল রাজন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক মন্ডল, সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাফেউর আজম, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জ হোসেন, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, পাঁচবিবি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান।

এর একটি বিশাল শোক র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ শেষে পাঁচমাথায় স্থাপিত বঙ্গবন্ধু ও শহীদ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

আগস্ট ১৫, ২০২৩ at ১২:২১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর