একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করলেন গৃহবধূ

জয়পুরহাটের  ক্ষেতলালে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করলেন গৃহবধূ নিপা আক্তার। ওই গৃহবধূ উপজেলার মামুদপুর ইউনিয়নের ধনতলা গ্রামের ফজলুল কাজীর ছেলে ইউনুস কাজীর স্ত্রী।

জানা গেছে, বগুড়ার একটি বেসরকারি ক্লিনিকে সিজারের মাধ্যমে গৃহবধূ নিপা আক্তার এক ছেলে ও দুই কন্যাসহ তিন শিশু সন্তানের জন্ম দেন। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে আলোড়ন সৃষ্টি হয়। ওই গ্রহবধূর বাবার বাড়ি বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার লখি মন্ডল গ্রামে। বর্তমানে  শিশু সন্তানসহ মা সুস্থ আছেন।
আরো পড়ুন :> ঢাকার সড়ক-অলিগলি দেড় ঘণ্টার বৃষ্টিতে ডুবেছে
> অভয়নগরে গৃহহীন ও ভূমিহীন আরও ৯টি পরিবার পেলো নতুন ঘর

তিন সন্তানেন বিষয়টি নিশ্চিত করে ওই গৃহবধূর স্বামী ইউনুস কাজী বলেন, আমার স্ত্রী নিপা আক্তার এক ছেলে ও দুই কন্যাসহ এক সঙ্গে তিনটি সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন। একসাথে তিন সন্তানের বাবা হতে পেরে আমি খুবই আনন্দিত।

এ বিষয়ে স্থানীয় মামুদপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীম বলেন, ধনতলা গ্রামের ইউনুস এর স্ত্রী একসঙ্গে তিনটি সুস্থ শিশু সন্তানের জন্ম দিয়ে এলাকায় আলোড়ন সুষ্টি করেছেন। আমি মা ও শিশু সন্তানদের সুস্থতা কামনা করছি।

আগস্ট ০৯, ২০২৩ at ২০:৪১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর