পবিপ্রবিতে কৃষিগুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) কৃষিগুচ্ছভুক্ত স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

আজ (৫ আগস্ট ) দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে একযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষিগুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১১টা ৩০ থেকে ১২ টা ৩০ পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।এতে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন :
>> সংবাদ প্রকাশের জেরে সেই সাংবাদিককে এবার হল ছাড়ার নির্দেশ
>> নেত্রকোনায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃত্যু

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত হলসমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, কৃষিগুচ্ছভুক্ত ৮টি বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবছর প্রায় ৮১ হাজার শিক্ষার্থী কৃষিগুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ করছে। প্রতিটি সীটের বিপরীতে ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারীবৃন্দের সহযোগিতায় ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।

আগস্ট ০৫ , ২০২৩ at ১৫:৪৪ : ০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/শাস