ঘোড়াঘাটে গরু চুরি আতংক

ছবি- সংগৃহীত।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের নদী তীরবর্তী সিমান্ত এলাকায় ঘরে ঘরে গরু চুরি আতংক দেখা দিয়েছে। চুরি আতঙ্কে নির্ঘুম রাত কাটছে গরুর মালিকদের। রাতের ঘুম হারাম করে দিয়েছে চোরেরা।

প্রতি রাতেই প্রতিনিয়ত ঘটছে গরু চুরিসহ বিভিন্ন ছিচকে চুরির ঘটনা। চোরেরা প্রতি রাতেই কোন না কোন বাড়ি থেকে গরু,ছাগল, চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরা।

জানা গেছে, ১৪ মে রবিবার দিবাগত রাতে উপজেলার সিংড়া ইউনিয়নের ডাঙ্গা গ্রামের আঃ রউফের পুত্র ঈসমাইলের ২টি ছাগল, একই রাতে গোবিন্দপুর গ্রামের সমেস উদ্দিন কবিরাজের পুত্র সৌরভের ২টি বোকন গরু চুরি ও গত ২০ মে শনিবার দিবাগত রাতে ভর্নাপাড়া গ্রামের মৃত,সায়েদ আলীর পুত্র খায়ের মিয়ার ১টি গাভী ও ১টি বোকন গরু চুরি,হয় । প্রতি রাতেই প্রতিনিয়ত গরু চুিরর ঘটনা ঘটছে।

এ ছাড়াও ,দোকান চুরি ভ্যান চুরি ও বাসা-বাড়ি চুরিসহ বিভিন্ন ছিচকে চুরির ঘটনা ঘটছে। প্রতি রাতেই কোন না কোন বাড়ি থেকে গরু,ছাগল,ভ্যান,নগদ অর্থসহ মুল্যবান জিনিষপত্র চুরির ঘটনা ঘটায় চুরি আতঙ্ক দেখা দিয়েছে গ্রামবাসীর।

মে ২২, ২০২৩ at ১৯:১৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মাআমা/ইর