টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর ঈদ উপহার পেল ৯শ দরিদ্র মানুষ

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৯০০ দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সেনাবাহিনী ।
বৃহস্পতিবার সকালে উপজেলার জি.টি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষে এসব ঈদ উপহার বিতরণ করা হয় ।
জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোরের মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৯শ মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন ।

আরো পড়ুন :
> নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট রফিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
> দৌলতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বোনের মৃত্যু

সেনাবাহিনীর ঈদ উপহার প্যাকেটের মধ্য ছিল পোলাওর চাল, সাধারণ চাল, লাচ্ছা সেমাই, চিনি, ডাল এবং তেল । এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, লেঃ কর্নেল মোজাম্মেল হক, পাটগাতী ইউপি চেয়ারম্যান শেখ শুকুর আহম্মেদ, ডুমুরিয়া ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ, আওয়ামী নেতা জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।

মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ বলেন, জাতির পিতার স্মৃতিধন্য বিদ্যালয়ে এসে সেনাপ্রধানের পক্ষে উপজেলার ৯শ মানুষের মাঝে ঈদ উপহার তুলে দিতে পেরেছি । আশা করি এই ঈদ উপহারের মাধ্যমে মানুষের ঈদ আরো ভালো কাটবে ।

এপ্রিল ২০, ২০২৩ at ১০:১২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দুবি/ ইর