ক্ষেতলালে মডেল মসজিদ উদ্বোধন

দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬৪ টি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে চতুর্থ পর্যায়ের ৫০ টি মসজিদ গণভবন থেকে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে একযোগে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এর ধারাবাহীকতায় ১৭ (এপ্রিল ) সোমবার সকাল ১০ টায় ক্ষেতলাল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ অনুষ্ঠান দেখানোর আয়োজন করেন ক্ষেতলাল উপজেলা প্রশাসন। উদ্বোধন অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লীগণ প্রথম যোহর এর নামাজ আদায় করেন।

আরো পড়ুন :
> পাবনায় হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
> ৯ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা। বিশেষ অতিথি ছিলেন, জয়পুরহাট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) কে. এম. এ মামুন খান চিশতী। উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, ক্ষেতলাল থানার ওসি রাজিবুল ইসলাম, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর, ক্ষেতলাল উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, সহ সভাপতি মোফাজ্জল হোসেন, স্বপন কুমার রায়। মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ঈমাম, মোয়াজ্জিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এপ্রিল ১৭, ২০২৩ at ২০:০৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোশাইশা/ ইর