পাবনা জেনারেল হাসপাতালের নানা অব্যবস্থাপনা নিয়ে এমপি প্রিন্সের ক্ষোভ,

দিনের পর দিন বেড়েই চলেছে পাবনা জেনারেল হাসপাতালে রোগী ভোগান্তি ও নানা অনিয়ম অব্যবস্থাপনা। এ নিয়ে প্রতিনিয়তই উদ্বেগ প্রকাশ করছেন সেবা প্রত্যাশীরা৷ এবার হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

এর আগেও হাসপাতালের নানা অব্যবস্থাপনা সমাধানের তাগিদ দেন ব্যবস্থাপনা কমিটি। কিন্তু বারবারই সেগুলো পালনে ব্যর্থ হন হাসপাতাল কর্তৃপক্ষ। ক্ষোভ প্রকাশের একপর্যায়ে দায়িত্ব পালনে ব্যর্থ হলে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. ওমর ফারুক মীরকে দায়িত্ব ছেড়ে দেবার কথাও বলেন এমপি প্রিন্স।

আরো পড়ুন :
> নলছিটি সমাজসেবা কর্মকর্তার ঘুষের ভিডিও ভাইরাল
> চন্দ্রঘোনার জুমপাড়ায় বিজু উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের সভাপতিত্বে বুধবার বিকেলে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন, পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. ওমর ফারুক মীর, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ সহ একাধিক সদস্য।

মার্চ ১২, ২০২৩ at ১৯:৫৯:০০(GMT+06)
দেশদর্পণ/আক/মির/মমেহা