চাটমোহরে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা

পাবনার চাটমোহর উপজেলার পৌর সদরে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত । ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোছা. তানজিনা খাতুন ।

আরো পড়ুন :
> রূপগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
> মারা গেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

জানা গেছে, বি এস টি আই আইন ২০১৮ এর ৩০ ধারায় ( মঙ্গলবার ১১ এপ্রিল) দুপুরে চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লার বিপাশা বেকারির মালিক আবু বক্কর সিদ্দিককে ১০ হাজার টাকা, কাজিপাড়া মহল্লার ঈগল ফুডের মালিক সাইফুল ইসলাম কে ১০ হাজার টাকা ও আফ্রাতপাড়া মহল্লার বাদশা অয়েল মিলের মালিক আজির উদ্দিন বাদশাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় ।

এসময় বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) আমিনুল ইসলাম সহ চাটমোহর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন ।

চাটমোহর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা তানজিনা খাতুন আজকের পত্রিকাকে জানান, বিপাশা বেকারিকে উৎপাদন প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় জরিমানা করা হয়েছে এছাড়া অপর দুই প্রতিষ্টানে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় জরিমানা আদায় করা হয়েছে ।

এপ্রিল ১২, ২০২৩ at ১০:৫৪:০০ (GMT+06)
দেশদর্পণ/ আক/দেপ্র/ ইর