পত্নীতলায় ফায়ার সার্ভিসের মহড়া ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

পত্নীতলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মেসার্স সোনালী ফিলিং স্টেশনের অঙ্গ প্রতিষ্ঠান মেসার্স তৈয়ব এন্টার প্রাইজের আয়োজনে ও পত্নীতলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সার্বিক সহযোগীতায় অগ্নিকান্ড দুর্ঘটনা এড়াতে মহড়া ও প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

পত্নীতলা ফায়ার স্টেশনের কর্মীরা উপজেলার বিভিন্ন এলাকায় মানুষকে সচেতন করতে অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষন করে আসছে এর ধারাবাহিকতায় শনিবার নজিপুর পালশা এলাকায় পতœীতলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ওয়্যারহাউজ ইন্সপেক্টর রায়হান ইসলামের নেতৃত্বে অগ্নি নির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

মেসার্স তৈয়ব এন্টার প্রাইজের স্বত্বাধিকারী তৈয়বুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, অধ্যক্ষ দিপক কুমার সরকার, প্রধান শিক্ষক স্বদেশ কুমার মন্ডল, জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার আমিনুল হক, ব্যবসায়ী মনিরুজ্জামান মোল্লা, পত্নীতলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ, সুধীজন প্রমুখ।

আরো পড়ুন :
>পত্নীতলায় নজিপুর সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত
>ঢাকাগামী কোচের ধাক্কায় সাওঁতাল নারী নিহত

এসময় ফায়ার সার্ভিসের সদস্যরা গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে, কি করতে হবে, শর্ট সার্কিট থেকে আগুন লাগলে, কারো শরীরে বিদ্যুৎ শকট হলে তাকে খালি হাতে ধরা যাবে না, গায়ে আগুন লাগলে মাটিতে গড়াগড়ি দিয়ে নিভানো যায়, দ্রুত অগ্নি নির্বাপণের নানা কৌশল প্রদর্শনীর মাধ্যমে শিখিয়ে দেন।

এর আগে শুক্রবার “স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সব সময়” এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শোয়েব খান। অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, পত্নীতলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইনচার্জ রায়হান ইসলাম, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা- কর্মচারী, সাংবাদিকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সুধীজন প্রম‚খ।

দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর হতে একটি র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে মানুষকে সচেতন করতে উপজেলা পরিষদ চত্বরে ভ‚মিকম্প ও অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।

মার্চ ১১, ২০২৩ at ১৮:২১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/মমেহা