তিন দিনপর নদী থেকে মরদেহ উদ্ধার

পাবনার বেড়া উপজেলায় নিখোঁজের ৩ দিন পর রাজু (১৩) নামে এক কিশোরের বস্তাাবন্দি মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

বৃহস্পপতিবার (২ মার্চ) দুপুরে উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের কাতলাগারা করিয়াল এলাকার যমুনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাজু বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের বাগশোয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার(২৮ ফেব্রয়ারি) সকালে বাড়ি থেকে নিখোঁজ হন কিশোর রাজু। অনেক খোঁজা খুঁজির পর তার সন্ধান না পেয়ে বেড়া মডেল থানায় বুধবার সাধারণ ডায়েরি করা হয়।

আরো পড়ুন:
> ইন্টারন্যাশনাল ইয়াং লিডার অ্যাওয়ার্ড পেলেন জাবির তিন শিক্ষার্থী
> সাভারে শ্বাসরোধ করে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামী পলাতক

বৃহস্পপতিবার দুপুরে বস্তাাবন্দি মরদেহ যমুনা নদীর পাড়ে পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন,এ ব্যপারে গত বুধবার রাজুর মা ময়না খাতুন রাজু নিখোঁজ হয়েছে বলে সাধারণ ডায়েরি করেছিলেন । এ মামলাটি তদন্ত নৌ-পুলিশ করবে।

মার্চ ০২, ২০২৩ at ১৮:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/হার/সুরা