বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে অভিযান

ছবি- সংগৃহীত।

এনডিটিভি ও ইন্ডিয়া টুডেসহ ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টা থেকে বিবিসির দিল্লি ও মুম্বাই অফিসে একযোগে তল্লাশি শুরু করেন গোয়েন্দারা। ‌অভিযানের সময় বিবিসি কর্মীদের কাছ থেকে মোবাইলসহ ব্যক্তিগত জিনিসপত্র জব্দ করেন তারা। এ ঘটনায় দিল্লির সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ এবং অসন্তোষ দেখা দিয়েছে। যদিও ভারতের আয়কর বিভাগের দাবি, বিবিসির অফিসে ‘জরিপ’ চালাতে গিয়েছিল তারা।

এদিকে তল্লাশির এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছে ভারতের প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস। দলটির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় (হিন্দিতে) বলা হয়েছে, ‘প্রথমে বিবিসির ডকুমেন্টারি নিষিদ্ধ করা হলো। এখন বিবিসিতে অভিযান চালিয়েছে আইটি (আয়কর বিভাগ)।

এটি এক অঘোষিত জরুরি অবস্থা। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ দিল্লির বিবিসি ভবন ঘেরাও করে রেখেছে। ভবনে কেউ যাতে প্রবেশ করতে না পারে এবং ভবনটি থেকে কেউ যাতে বের হতে না পারেন সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

আরো পড়ুন:
>কাজিপুরে আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
>মেট্রোরেলের প্রকৌশলীর সন্ধান চায় তার পরিবার

বিবিসির তথ্যচিত্রে ২০২২ সালে গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গার সময় মোদির ভূমিকা তুলে ধরা হয়, যা দেশটিতে ‘বিতর্ক’ সৃষ্টি করে। তথ্যচিত্রটি ভারতে নিষিদ্ধ করা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ফেব্রুয়ারি ১৪.২০২৩ at ১৭:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/ এসআর