লালপুরে সিক্স এ সাইড ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

যুব সমাজকে মাদক মুক্ত রাখতে নাটোরের লালপুরে সিক্স এ সাইড ক্রিকেট টুর্ণামেন্টে ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোপালপুর শিবপুর যুব সংঘের আয়োজনে ও স্বপ্নীল জেনারেল হাসপাতালের সৌজন্যে গোপালপুর ডিগ্রী কলেজ মাঠে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।এতে ৪টি দল অংশ নেয়। গোপালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আকতার খেলার শুভ উদ্বোধন করেন।

মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ও আনন্দ আয়োজনের অংশ হিসেবে এই টুর্নামেন্ট বলে জানান আয়োজকরা। অংশগ্রহণ করা দলগুলো হলো গোল্ডেন ড্রিম, সুপার সিক্সার, আরবি ট্রাইগারস, ডাইনাকি বয়।

আরো পড়ুন :
>চন্দনাইশ থানার অভিযানে ৩ আসামী আটক
>মাহিকে উপ-কমিটিতে রাখতে বললেন ওবায়দুল কাদের

অংশ নেওয়া ৪টি দল দিনভর প্রত্যেক দলের সঙ্গে খেলা শেষে পরের দিন ফাইনাল লেখা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এসময় শিবপুর যুব সংঘ ক্লাবের সভাপতি আল আমিন খান রতন, সাধারণ সম্পাদক তানবীন আহম্মেদ কচি, রিমন, শিমুল, মুন্না মেহেরাবসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

ফেব্রয়ারি ০৪.২০২৩ at ১৫:২৪:০০ (GMT+06)
দেশদর্পণ/দপন/এমএইচ