পাবনায় উদ্যান জাতীয় ফসল সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাবনায় কৃষি বিপণন অধিদপ্তর জোরদারকরণ শীর্ষক প্রকল্পের আওতায় উদ্যান জাতীয় ফসল সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(জানুয়ারি) বিকেলে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের মির্জাপুর কৃষক আনিস এর বাড়ির উঠানে ৩০জন প্রান্তিক কৃষকদের অংশগ্রহণে এ প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয় পাবনার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মমতা হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তর জোরদারকরণ প্রকল্প, খামার বাড়ি ঢাকার প্রকল্প পরিচালক (যুগ্ন সচিব) শাহনাজ বেগম নীনা।

আরো পড়ুন:
>ঝিকরগাছা পৌর স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন
>গাজীপুরে শিশু কিশোরদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা

অনুষ্ঠানে জিরো এনার্জি কুলচেম্বার এর নির্মাণ কৌশল, ব্যবহার বিধি ও বিভিন্ন প্রকার উদ্যান জাতীয় ফসলের সংরক্ষণের বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয় পাবনার খলিলুর রহমান, জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক আনিসুর রহমান সহ স্থানীয় কৃষক বৃন্দ।

জানুয়ারি ২৬.২০২৩ at ১৯:৪৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআর