“মায়ের অপেক্ষা”

আমি খোকার জন্মধারিনী মা…
নিশ্চয়ই আমার ভাবনা ভুল হবে না।
আমার খোকা যুদ্ধে গিয়েছে স্বাধীন চেতনা মনে,
সবাই এলো বীরের বেশে বিজয় নিশান মুষ্টি হাতে নিয়ে। আমার খোকাতো এখনো এলো না! তবে কি আমার খোকা পথ গিয়েছে ভুলে? আজ হঠাৎ ঐ আঙ্গিনার কোনে নন্দিনীর কবরের পাশে রক্তজবা ফুটেছে।

তবে কি খোকা…
না না ঐ ঐতো আমি আমার খোকার পায়ের শব্দ শুনতে পাই। এই এইতো আমি মৃদু মৃদু বাতাস আমার খোকার গায়ের গন্ধ ভাসে।
নিশ্চয়ই খোকা এসেছে।
ঐ ঐতো আমি আমার খোকার মধুর কন্ঠ শুনি।
এতো খোকা আমায় ডাকে দরজা খুল মা।
খোকা খোকা আমি দরজা খুলেছি। খোকা খোকা কি হলো খোকা তুমি কথা বলছনা কেনো.?
সেই যে তুমি স্বাধীনতার যুদ্ধে গিয়েছ। আজও ফিরনি ঘরে। জানো খোকা আমি এতটি দিন
তোমায় ছাড়া কাটিয়েছি কেমন করে।

মায়ের অপেক্ষা খোকা নিশ্চয়ই আসবে।
আজও মা খোকার অপেক্ষায়!
স্বাধীনতা পর ও শতো বছর কেটে গেলো,
কেটে গেলো স্বাধীনতার পর অগুনিত ভোর।

আরো পড়ুন:
>ব্রাজিলের প্রেসিডেন্ট ভবনসহ সরকারি স্থাপনায় হামলা
>বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

জানুয়ারি ০৯.২০২৩ at ১০:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এমএইচ