ভাঙ্গুড়ায় বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়ায় বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গুড়া অফিসার্স ক্লাবের আয়োজনে শনিবার (৩১ ডিসেম্বর) রাতে অফিসার্স ক্লাব মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২২ এ মোট ১৩টি দল অংশগ্রহণ করে। উক্ত টুর্ণামেন্টে উপজেলা সমাজসেবা কর্মকর্তার দল চ্যাম্পিয়ন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও’ র) দল রানার্স আপ হয়।

পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলকে ট্রফি প্রদান করেন। ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অফিসার্স ক্লাব ভাঙ্গুড়ার সভাপতি মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বাকি বিল্লাহ, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন, জেলা পরিষদ সদস্য আসলাম আলী, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য আফিয়া সুলতানা আখি, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়াম্যান আজিদা পারভীন পাখি, বিবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হাসান আরিফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইবনুল হাসান শাকিল।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম, ১নং ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন, খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিঠু, দিলপাশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।

আরো পড়ুন :
>পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত
>বিনামূল্যে বই বিতরণ সরকারের একটি যুগান্তকারী সাফল্য- বকুল এমপি

উক্ত টুর্নামেন্টের সবগুলো খেলা পরিচালনা করেন শরৎনগর সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মো. আব্দুল হামিদ। বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২২ এর ফাইনাল খেলায় ধারাভাষ্যকার ছিলেন ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার ও দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল দেশ দর্পণ এর পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন (বি.এ)।

জানুয়ারি ০২.২০২৩ at ০৯:৪৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এমএইচ