পাবনায় জেলা আওয়ামী লীগের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

শ্রদ্ধা, ভালোবাসায় পাবনা জেলা আওয়ামী লীগের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বুদ্ধিজীবী দিবসের শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পরে শহীদ বুদ্ধিজীবী দিবসের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে মোমবাতি প্রজ্বলনের পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল’র সভাপতিত্বে ও সাবেক দপ্তর সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ বাবু’র পরিচালনায় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাবেক নেতা এডভোকেট শাহ আলম, সাবেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য লিয়াকত আলী তালুকদার,জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, জেলা শ্রমিকলীগের সভাপতি ফোরকান আলী প্রমুখ।

আরো পড়ুন :
শহীদ বুদ্ধিজীবী দিবসে ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক লীগের মোমবাতি প্রজ্বলন
তাহিরপুর সীমান্তে লক্ষাধিক টাকার মদের চালান আটক
চৌগাছা সীমান্তে ১৮ সোনার বারসহ এক যুবক আটক

বক্তারা বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। শহীদ বুদ্ধিজীবীগণ দেশের জন্যে তাদের প্রাণ উৎসর্গ করেছেন। তাদের শূণ্যতা পূরণ হবার নয়। তাদের আদর্শ ধারণ করে দেশপ্রেমে উজ্জীবিত হতে পারলে স্বাধীনতা অর্থবহ হবে। উন্নয়নের কাংখিত গন্তব্য নিশ্চিত হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত সহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ডিসেম্বর ১৪.২০২২ at ২০:২৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর