লালপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

‘প্রগতিশীল প্রযুক্তি অন্তভুক্তিমূলক উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুর উপজেলায় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১২ ডিসেম্বর) সকালে লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:
ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও সরবরাহ বন্ধের দাবিতে কৃষকদের মানববন্ধন
বিরামপুরে ধান ক্ষেত থেকে চাষির লাশ উদ্বার
চিলমারীতে ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলো পুলিশ

সভায় সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) দেবাশীস বসাক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী। এসময় উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, মৎস্য অফিসার আবু শামা, গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বেলাল হোসেন, গোপালপুর ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নুরুন্নবী প্রমুখ। এছাড়াও উপজেলার সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিসেম্বর ১২.২০২২ at ১৪:৩৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর