ভোলায় ১৫ টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

ভোলায় হারিয়ে যাওয়া ১৫ টি মোবাইল উদ্ধার করেছে ভোলা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার (৩০ নভেম্বর) এসব মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. এনায়েত হোসেনের তত্ত্বাবধানে উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলাম ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ১৫ টি মোবাইল ফোন উদ্ধার করেন।

আরো পড়ুন :
লালপুরে আম গাছের সঙ্গে ঝুলছিলো, স্বর্ণ ব্যবসায়ীর লাশ
ভোলার শশীভূষণে, গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে উদিপ্তী
অবশেষে চলচ্চিত্রের নায়ক আফরান নিশো

তিনি বলেন, ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে ভোলার জেলা গোয়েন্দা শাখা কর্তৃক বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ১৫ টি মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। এসময় ফোনের প্রকৃত মালিক হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তারা ভোলা জেলার পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা শাখাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রোনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নভেম্বর ৩০.২০২১ at ১৭:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর