দেশের সার্বিক উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নাই: এমপি প্রিন্স

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নওশের মন্ডল উচ্চ বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেনী এম.পি.ও ভুক্ত করণ ও নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সংবর্ধিত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। বক্তব্য কালে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপলব্ধি করে যে শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। এই কারণেই শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করছে বর্তমান সরকার।

এমপি প্রিন্স আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চাওয়া পাওয়া সেটা হচ্ছে দেশের উন্নয়ন আর বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা। এক কথায় দেশের সার্বিক উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নাই।

আরো পড়ুন :
নড়াইল জেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের উদ্বোধন

অনুষ্ঠানে বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পাবনার সহকারী প্রকৌশলী মো. সুমন রানা, উপ-সহকারী প্রকৌশলী সালমান ফারসি, চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস, সহ-সভাপতি বাদশা জোয়ার্দার, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রইস উদ্দিন খান, দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, নওশের মন্ডল বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহামরা পারভীন, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন বাবু, ছাত্রলীগের সাবেক নেতা সরদার স্বপন আহমেদ, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জয় মাহমুদ জিয়াসহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন পাবনা ইসলামিয়া ডিগ্রী কলেজের প্রভাষক মিজানুর রহমান মিলটন। পরে বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়।

সেপ্টেম্বর ২০,২০২২ at ১৬:২২:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /মন /শই