শিবগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

বগুড়ার শিবগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা পৌর শহর প্রদক্ষিণ করে। দিবসটি উপলক্ষে শহীদ হাফিজার রহমান অডিটোরিয়ামে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি বাবু রাম নারায়ণ কানু রামুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুবির কুমার দত্তর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক।

আরো পড়ুন :
তালায় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে জখম
একদিনের ব্যবধানে তালাক ছাড়াই মেয়েকে দ্বিতীয় বিয়ে দিলেন শিক্ষক!

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহন লাল কানু, আশিক কুমার রায়, প্রবীণ সাংবাদিক বাবু রতন রায়, লক্ষী নারায়ন দাস সংগ্রাম, উত্তম কুমার মোহন্ত,শ্যামল মোদক,নয়ন সরকার প্রমুখ। আলোচনা সভার পূর্বে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু ও রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি উপস্থিত ছিলেন।

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী অনুষ্ঠানে ১২টি ইউনিয়নের ও ১টি পৌরসভার প্রায় ৫শতাধিক নারী পুরুষ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। এব্যাপারে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শিবগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুবির কুমার দত্তর বলেন, ভজন সংগীত সহ ২দিন ব্যাপী নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগষ্ট ১৮,২০২২ at ১৮:৪৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সজ/শই