প্রকাশিত সংবাদের প্রতিবাদ

জাতীয় দৈনিক সমকালসহ বিভিন্ন জাতীয়, আঞ্চলিক পত্রিকা ও অনলাইন পোর্টালে গত ২৮, ২৯ ও ৩০ জুন সংখ্যায় “ ইউপি সদস্যের বিরুদ্ধে যুবককে ১৫ ঘন্টা আটকে রাখার অভিযোগ ও ইউপি সদস্যের বন্দিশালায় আটক যুবককে ১৫ ঘন্টা পর মুক্তি” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোছর হয়েছে। সংবাদে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও মনগড়া।

মূলত : গত ২৭ জুন রাতে এওয়াজপুর ২ নং ওয়ার্ডের আবু তাহেরের বাড়িতে শাহীন নামের এক যুবককে অনৈতিক কাজে লিপ্ত থাকার সময় স্থানীয়রা আটক করেন। পরে স্থানীয়রা আমাকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ঐ বাড়ির অভিভাবাক সাজু বেগমকে জিজ্ঞাসা করলে সে অনৈতিক কাজের কথা অস্বীকার করেন। তখন আমি স্থানীয়দের কাছে আটক যুবক শাহীনকে ডেকে এনে পরিবারের জিম্মায় ছেড়ে দেই।

আরো পড়ুন :
ফের বাড়ল পদ্মা সেতু দিয়ে চলাচলকারী বা‌সের ভাড়া
চাঁদ দেখা গেছে, ১০ জুলাই ঈদুল আজহা

কিন্তু কিছু কুচক্রী মহল সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমাকে সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ীক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এ মিথ্যা সংবাদ প্রচার করেন। আমি এ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও মনগড়া সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মো. শাহাবুদ্দিন, ইউপি সদস্য, ২ নং ওয়ার্ড, এওয়াজপুর ইউনিয়ন।

জুন ২৯,২০২২ at ২১:১২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/কাজাশা/রারি