পাঁচবিবি পৌরসভা নির্বাচনে আ. লীগের মনোনয়ন প্রত্যাশি শিল্পী

নাসরিন আক্তার শিল্পী
নাসরিন আক্তার শিল্পী। ফাইল ছবি

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি পৌরসভার প্রতিষ্ঠালগ্ন থেকে পর পর দুই বারের সাবেক নির্বাচিত মহিলা কমিশনার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেত্রী নাসরিন আক্তার শিল্পী।

তিনি জানান, তার স্বামী বিশিষ্ট সাংবাদিক, কবি ও কলামিস্ট আব্দুস সাত্তারের (সুজন হাজারী) অনুপ্রেরণায় বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। এরপর ১৯৯৯ সাল থেকে টানা ১০ বছর পৌর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

অপরদিকে পৌরসভা প্রতিষ্ঠার পর হতে ৭, ৮ ও ৯ নং ওর্য়াড থেকে পর পর দুবার বিপুল ভোটে সংরক্ষিত মহিলা কমিশনার পদে নির্বাচিত হোন।

একই ভাবে ২০০৯ সালে আওয়ামীলীগের দলীয় সমর্থনে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে নির্বাচিত হোন। নাসরিন আক্তার শিল্পী বলেন, মহিলা কমিশনার ও ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করা কালে উপজেলায় মাদক নিয়ন্ত্রন, বাল্য বিবাহ নির্মূল, নারী নির্যাতনসহ সমাজের অবহেলিত ও নির্যাতিত নারীদের পাশে থেকে সামাজিক ও সেবামূলক বহু কাজ করেছেন।

বর্তমানে রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। শিল্পী আরও বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও আমাদের নয়নের মনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন নারী। তিনি নারী নেতৃত্বকে এগিয়ে নিতে কাজ করছেন এবং প্রতিটি সেক্টরে নারীদের অগ্রাধিকার দিচ্ছেন। তাই আগামী ২৭ শে জুলাই পাঁচবিবি পৌরসভা নির্বাচনে আমাকে নৌকা মার্কার মনোনয়ন দিলে পৌরসভাটিকে একটি আধুনিক পৌরসভা হিসাবে উপহার দিবেন। মনোনয়ন পেলে তিনি বিপুল ভোটে মেয়র নির্বাচিত হবেন বলে জানান।