মহানবী (স.) কে কটুক্তির প্রতিবাদে- দুমকিতে কলেজ শিক্ষার্থীদের প্রতিবাদী বিক্ষোভ

মহানবী হযরত মুহাম্মদ (স.) কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি জনতা কলেজের শিক্ষার্থীরা।

ভারতের ক্ষমতাসীন দলের মুখপাত্র নুপুর শর্মা ও দিল্লী শাখার মিডিয়া সেল প্রধান নবীন কুমার সিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (স.) ও হযরত মা আয়েশা সিদ্দিকা (রা.)-কে কটুক্তি করার প্রতিবাদে পটুয়াখালীর দুমকি সরকারি জনতা কলেজের সর্বস্তরের শিক্ষার্থীদের ব্যানারে শনিবার (১১ জুন) সকালে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নসিব সিনেমা চত্ত্বরের দুমকি-বাউফল সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।

এসময় অন্যান্যের মধ্যে মো. রাতুল ইসলাম, মো. রবিউল ইসলাম, মো.সাকিবুল ইসলাম, রাকিব হাসান প্রমূখ বক্তৃতা করেন।

সমাবেশে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (স.) ও হযরত মা আয়েশা সিদ্দিকা (রা.)-কে নিয়ে কটুক্তি করা ও অবমাননাকারীদের দ্রত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও সর্বস্তরের জনগণকে ভারতীয় পণ্য বর্জন করার আহবান জানান।

জুন ১১,২০২২ at ১৪:২৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/জউ/রারি