পাবিপ্রবিতে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও গণিত বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. হারুনুর রশিদ ডন এর নামে ষড়যন্ত্র ও হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি আব্দুল্লাহ আল স্বপন এর সভাপতিত্বে বক্তব্য দেন আন্ত: বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন এর মহাসচিব মীর মোরশেদুর রহমান, যুগ্ন মহাসচিব রফিকুল ইসলাম, সহ-সভাপতি মফিদুল ইসলাম মজনু, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. হারুন-অর-রশিদ, ব্যবসায় শিক্ষা বিভাগের ডিন প্রফেসর ড. কামরুজ্জামান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সহকারী রেজিস্ট্রার জহুরুল ইসলাম প্রিন্স, সেকশন অফিসার অলিউল্লাহ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু, কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সহ আরো অনেকে।

আরো পড়ুন :
পাবনা সদরে বোরো হাইব্রিড জাতের সমলয় চাষাবাদ ধানের চারা রোপনের উদ্বোধন
শিক্ষার্থীদের করোনার টিকা দিতে স্কুলের এসির কেনা ফি আদায়ের অভিযোগ

বক্তারা অবিলম্বে হারুন অর রশিদ ডন এর নামে ষড়যন্ত্র ও হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

জানুয়ারি ১৭.২০২১ at ১৬:৪৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মিতা/রারি