চাঁন্দাই মানব কল্যাণ সংস্থার উদ্যোগে পাবলিক লাইব্রেরীর উদ্বোধন

পাবনা আটঘড়িয়া উপজেলার চাঁন্দাই মানব কল্যাণ সংস্থার উদ্যোগে পাবলিক লাইব্রেরীর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে চাঁন্দাই বাজারে আনুষ্ঠানিক ভাবে এ লাইব্রেরীর করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁন্দাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল হোসেন মাওলানা শফি উদ্দিন, চাঁন্দাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম হোসেন, ইউপি সদস্য আমজাদ হোসেন,আওয়ামী লীগ নেতা আফজাল মোল্লা, মাওলানা আবুল হোসেন, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা আব্দুল মালেক, মানব কল্যাণ সংস্থার পরিচালক মনিরুল ইসলাম, সেক্রেটারি নাজিম মুন্সিসহ আরো অনেকে।

চাঁন্দাই রহমানীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আফজাল হোসেন’র পরিচালনায় উপস্থিত ছিলেন মানব কল্যাণ সংস্থার ব্লাড ডোনেট শাখার সভাপতি হুসাইন কামিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন :
জবি ছাত্রলীগের সহ-সভাপতি হলেন চাঁদপুরের ফয়সাল আহমেদ
নরসিংদীতে যাত্রীবাহী বাসে স্বাস্থ্যবিধি মানতে অনীহা

মানব কল্যাণ সংস্থার সেক্রেটারি নাজিম মুন্সি জানান, এই সংস্থাটি চালুর এক বছরে আমরা যেসব সেবা দিয়েছি সেগুলো হলো, রমজান মাসে দুস্থদের মাঝে ইফতার বিতরণ, ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ, ঈদুল আযহায় ঈদ সামগ্রী বিতরণ, গ্রামের মধ্যপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে এ পর্যন্ত প্রায় দেড়শতাধিক ব্যাগ রক্ত দান করা হয়েছে। সুদ মুক্ত লোন কার্যক্রমের আওতায় এ পর্যন্ত কর্জে হাসানা হিসেবে ১৪ জনকে অর্থ প্রদান করা হয়েছে।তাছাড়া গরিব-দুঃখী ও অসহায় অসুস্থ ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান চালু রয়েছে।

জানুয়ারি ১৫.২০২১ at ১৮:১১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মিতা/রারি