পাবনায় জাতীয় সমাজসেবা দিবসে ৭ লক্ষ ২০ হাজার টাকা বিতরণ

পাবনায় জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। রবিবার সকালে দিবসটি উপলক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাশেদুল কবির’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকারের উপপরিচালক মোখলেছুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের সম্মানিত সদস্য বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতীন খান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইলা সমাজকল্যাণ সংগঠনের আওয়াল কবির জয়, প্রতিশ্রুতির প্রতিনিধি মনির হোসেন, আসিয়াবের প্রতিনিধি আব্দুস সামাদ, হিজড়া জনগোষ্টির পক্ষে মিতুল প্রমুখ।

আরো পড়ুন :
বীরগঞ্জে গিনি টি এন্ড ক্যাফে এর উদ্ভোধন
সিরাজগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি ও যুগ্ন সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৪

পরে শহীদ আমিন উদ্দিন স্টোডিয়ামে জেলার ৭শত ২০ জনের মাঝে ১ হাজার করে মোট ৭ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন বাসস এর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক খন্দকার সারওয়ার হোসেন, সহকারী পরিচালক আশাফুদ্দৌলা, প্রভেশন অফিসার পল্লব ইবনে শায়েখ, উপজেলা সমাজসেবা অফিসার সিরাজুল ইসলাম, শহর সমাজসেবা অফিসার হাফিজ আহমেদ, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক শাহজাহান মামুন সহ অন্যান্য ব্যক্তি বর্গ।

জানুয়ারি ০২.২০২১ at ১৫:৩২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মিতা/রারি