জয়পুরহাটে শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে জাতীয় পার্টির সংবাদ সম্মেলন

জয়পুরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়নে চতুর্থ ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর। যার মধ্যে পুরানাপৈল ইউনিয়নকে অধিক ঝুঁকিপূর্ণ দাবি করে সংবাদ সম্মেলন করেছে জাতীয় পার্টির জেলা নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার বেলা ১২টায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা ও জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম। সংবাদ সম্মেলনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার দাবি জানানো হয়। সম্মেলনে পুরানাপৈল ইউপি নির্বাচনে চেয়ারম্যান নজরুল ইসলাম গণসংযোগকালে প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন।

আরো পড়ুন :
নিজের মাকে গলাকেটে হত্যা, ছেলে গ্রেফতার
চিতলমারীতে কাশীকৃষ্ণ সেবা সংঘের নতুন মন্দির নির্মান

এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দীন, সহসভাপতি শফিকুল ইসলাম রিপন, সহ-সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ডিসেম্বর ২২.২০২১ at ১৭:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সকস/মক/রারি