গাজীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

টঙ্গীতে সাতাইশ ব্যাংকপাড়া এলাকায় নিজ কক্ষ থেকে নেলি আক্তার (৩২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। রোববার রাত ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নেলি আক্তার নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার জানজাইল গ্রামের মৃত ওয়াজেদ আলী খানের মেয়ে। নেলি তার স্বামী সাইদুল ইসলামের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

নেলি আক্তারের স্বামী ও এলাকাবাসী সুত্রে জানা যায়, নেলি আক্তার কিছু দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি কারও সঙ্গে কথাবার্তা বলতেন না। রোববার সকাল ৮টার দিকে তার স্বামী নিজ কর্মস্থল ফ্যাশন স্ট্যাট নামক পোশাক কারখানায় চলে যান। দুপুর দেড়টায় খাবার খেতে বাসায় ফিরে স্ত্রীকে বিছানায় শোয়া অবস্থায় দেখতে পান। খাবার খেয়ে সাইদুল পুনরায় অফিসে চলে যান।

পরে ডিউটি শেষে রাত সোয়া ১০টার দিকে বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ দেখে স্ত্রীকে ডাকাডাকি করে। সাইদুল তার কোনো সাড়া না পেয়ে বিষয়টি আশপাশের ভাড়াটিয়া ও থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

আরো পড়ুন :
ইসলামে মুক্তির পথ নফল ইবাদত

এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার উপ-পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, প্রাথমিক অবস্থায় নিহতের গলায় ফাঁস লাগানোর দাগ ছাড়া শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিসেম্বর ১৩.২০২১ at ১৮:২৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শেরাহা/রারি