লালপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

নাটোরের লালপুরে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে হেদায়েত উদ্দীন (৫৫) নামের এক জনের মৃৃত্যু হয়েছে। সে খুলনা জেলার বাঘমারা এলাকার বাসিন্দ।

বুধবার (০১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনের গুচ্ছগ্রাম এলাকায় দিনাজপুর থেকে ঢাকা গ্রামী দ্রুতযান এক্সেপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জানাগেছে, নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাউয়েট বিশ্ববিদ্যালয়ে ছেলেকে ভর্তি করার জন্য এসে ছিলেন হেদায়েত উদ্দীন । দুপুরে বাড়ি ফেরার জন্য আজিমনগর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে উঠার সময় রেললাইনে পা আটকে গেলে দ্রুত যান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরো পড়ুন :
নড়াইলের ভবানীপুর গ্রামে হত্যা মামলায় একজনের ফাঁসি, ৩জনের যাবজ্জীবন
মাদারীপুরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ১৫

আজিমনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার আব্দুল্লা আল মামুন ঘটানার সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে ঈশ্বরদী জিআরপি পুলিশ এসে নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।’

ডিসেম্বর ০১.২০২১ at ১৭:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আরট/রারি