ভারতে পর্যটক ভিসায় থাকা যাবে ৩০ দিন

আগামী ১৫ নভেম্বর থেকে পর্যটক ভিসা চালু হচ্ছে। পর্যটক ভিসায় ৩০ দিনের বেশি থাকা যাবে না। মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে ঢাকা থেকে সড়ক পথে নিজ দেশে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী এ কথা জানান।

প্রথমে সিঙ্গেল এন্ট্রি টুরিস্ট ভিসা ব্যবস্থা চালু করা হবে। কেবল বিমানে যেতে হবে। ৩০ দিনের বেশি থাকা যাবে না। পর্যায়ক্রমে স্থলপথ এবং রেলপথে ভিসা ব্যবস্থা সহজীকরণ করা হবে।

আরো পড়ুন:
জামিনের শর্ত শিথিল চান আরিয়ানের বান্ধবী
সাত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ

এ সময় দুই দেশের সীমান্তের কাছে আখাউড়া ইমিগ্রেশন ভবন নির্মাণে জটিলতাসহ সীমান্তে বিদ্যমান বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার। তিনি জানান, এ নিয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা চলছে। আশা করা যায় দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান করা যাবে।

নভেম্বর ০৯.২০২১ at ১৭:০৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/জআ