পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস ২০২১ পালিত। দক্ষ যুবক সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস ২০২১ পালিত হয়েছে।

সোমবার (১ নভেম্বর) ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণ ও সনদপত্র বিতারণ করা হয়। ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান এতে সভাপতিত্ব করেন।

এতে প্রধান অতিথি ছিলেন পাবনা- ৩ আসনের সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণায়ল সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. বাকি বিল্লাহ, সহকারি কমিশনার (ভুমি) বিপাশা হোসাইন।

আরো পড়ুন :
দুমকিতে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, যুবক আটক
বেড়ায় নৌকা থেকে নদীতে পড়ে বৃদ্ধ নিখোঁজ

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তপন কুমার সূত্রধর। অনুষ্ঠান সঞ্চালনায় সমাজ সেবা অফিসার মো. জাহিদুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, উপজেলা সমবায় অফিসার মো. রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার হাসনাৎ জাহান, উপজেলা বিভিন্ন অফিসের কর্মকর্তা, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন সরদার।

বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রশিক্ষিত যুব নারী পুরুষ বৃন্দ। জানা যায়, অনুষ্ঠানে প্রশিক্ষিত ৭জন যুবকের মধ্যে ৪লাখ ২০হাজার টাকার ৭টি ঋণের চেক বিতরণ করা হয়। আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

নভেম্বর ০১.২০২১ at ২১:৪৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সস/রারি