উত্তপ্ত জম্মু-কাশ্মীর, মাইন বিস্ফোরণে নিহত-২

কয়েক সপ্তাহ ধরেই উত্তেজনা চলছে ভারতের জম্মু-কাশ্মীরে। আবারও রক্ত ঝরল জম্মু-কাশ্মীরে। সেনা নিহতের ঘটনাকে কেন্দ্র করে রোরবারও (৩১ অক্টোবর) এলাকাটিতে সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনী।

টার্গেট করে সেনা ও সাধারণ মানুষকে হত্যা করছে সন্ত্রাসীরা। বড় ঘটনা ঘটেছে পুঞ্চ জেলায়। চলতি মাসেই সন্ত্রাসীদের গুলিতে একদিনে বেশ কয়েক সেনা সদস্য নিহত হয়েছেন। সন্ত্রাসীদের ধরতে জেলার বিভিন্ন এলাকায় চলছে অভিযান। এরপর থেকেই বেশ নড়েচড়ে বসেছে ভারতের নিরাপত্তা বাহিনী। এরই মধ্যে শনিবার, অঞ্চলটির নওশেরা-সুনদেরবানি সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।

শনিবার (৩০ অক্টোবর) কেন্দ্রশাসিত অঞ্চলটির নিয়ন্ত্রণরেখার কাছে নিজেদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ভারতীয় দুই সেনা নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। নিয়ন্ত্রণরেখা বরাবর ওই এলাকায় অনুপ্রবেশ ঠেকাতেই বহু মাইন পুঁতে রেখেছে ভারতীয় সেনাবাহিনী।

আরো পড়ুন:
তামিমকে টি-টোয়েন্টি ছাড়তে বলেছিলেন মাশরাফী
নেটিজেনদের নজর কেড়েছেন অপু বিশ্বাস

এদিকে, পুলিশ জানিয়েছে, অস্ত্রধারীরা পুঞ্চ জেলার বনাঞ্চলে লুকিয়ে আছে এমন খবরের ভিত্তিতে তিন সপ্তাহ ধরে অভিযান চালানো হচ্ছে। কিন্তু অস্ত্রধারীদের গুলিতে এ পর্যন্ত ৯ সেনা নিহত হলেও এখন পর্যন্ত কোনো সাফল্য পায়নি ভারতীয় বাহিনী।

অক্টোবর  ৩০.২০২১ at ১১:০১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/জআ