লালপুরে অনুপ্রবেশকারী আওয়ামী লীগ নেতাকে নৌকার মনোনয়ন না দিতে সংবাদ সম্মেলন

নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনছারুল ইসলাম নামে অনুপ্রবেশকারী কথিত আওয়ামী লীগ নেতাকে নৌকা প্রতিকের দলীয় মনোনয়ন না দিতে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন আওয়ামী লীগ।

রবিবার (১৭ অক্টোবর) উপজেলার কমিদচিলান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠক করেন কদিমচিলান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান আলী, সাধারন সম্পাদক সেলিম রেজা মাস্টার, সাংগঠনিক সম্পাদক সোহেল রাজা প্রমুখ।

আরো পড়ুন :
আবারও নির্বাচিত হয়ে অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান মঙলা
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

এসময় বক্তারা বলেন, ‘কথিত আওয়ামী লীগ নেতা আনছারুল ইসলাম একজন জামাত-বিএনপি থেকে দলে অনুপ্রেবশকারী। সে এবং তার পরিবার জামাত-বিএনপি’র রাজনীতি করে। তার বাবা সরাসরি মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছে। আনছারুল ও তার পরিবার কখনো আওয়ামী লীগ করেনি।

কিন্তু বর্তমানে সে উড়ে এসে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পরিচয় দিয়ে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাচ্ছে এবং বিভিন্ন স্থানে পোষ্টার-ফেস্টুন লাগাচ্ছে। যা বর্তমানে আওয়ামী লীগের জন্য ক্ষতিকর এবং নেতাকর্মীরা বিব্রতকর পরিবেশের শিকার হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরনের জন্য আমরা দ্রুত জেলা ও কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করছি।

সেই সঙ্গে অনুপ্রবেশকারী জামাত বিএনপি’র নেতাকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নিকট আকুল আবেদন জানাচ্ছি। ’আনছারুল ইসলাম বলেন, ‘তার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।’

অক্টোবর ১৭.২০২১ at ১৬:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আরটু/রারি