লালপুর করোনায় ক্ষতিগ্রস্থ ৯৩০পরিবার পেলো এনডিপি’র আর্থিক সহায়তা

নাটোরের লালপুরে করোনায় ক্ষতিগ্রস্থ ৯৩০টি পরিবারের মাঝে হেইপার ইন্টারন্যাশনাল এর অর্থায়নে ও ন্যাশনাল ডেভেলাপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর বাস্তবায়নে লালপুরে ৯৩০ জন সদস্যদের মাঝে ২ হাজার ১ শত ৬০ টাকা করে মোট ২০ লাখ ৮ হাজার ৮শত টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে শিমুল মহিলা সমিতির সভাপতি রোকেয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে এই অনুদানের টাকা বিতরণ করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি।

আরো পড়ুন :
রাণীশংকৈল পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কোটচাঁদপুরে নিটল টাটার “বন্ধু সুরক্ষা” মতবিনিময়

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিপি’র উপ-পরিচালক কাজী মাসুদুজ্জামান পল, হেইপার ইন্টারন্যাশনাল এর বিজনেস ডেভেলাপমেন্ট এন্ড এক্সেজ টু ফাইনান্স লিড জাহাঙ্গীর বসুনিয়া, রিজোনাল ইনর্চাজ মুসফিকুর রহমান, প্রোগ্রাম অফিসার হারুনার রশিদ, উপজেলা সমবায় অফিসার আব্দুল জাব্বার, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, এনডিপি নাটোর জোন এর জোনাল ম্যানেজার এসএম সেরাজুল ইসলাম, শিমুল মহিলা সমিতির প্রকল্প সমন্বয় কর্মকতা আবু আনেস ইউসুফ, এনডিপি ওয়ালিয়া ব্রাঞ্চের ম্যানেজার মামুন শেখপ্রমুখ।

অক্টোবর ১৩.২০২১ at ১৬:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোআরটু/রারি