পাথরঘাটায় বিস্কুটের কার্টুনে সদ্যজাত শিশু

বরগুনার পাথরঘাটায় একটি বিস্কুটের পরিত্যক্ত কার্টুনে সদ্যজাত এক শিশু সন্তানকে কে বা কারা রাস্তায় ফেলে দিয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টাই ঘটনাস্থল থেকে পাথরঘাটা থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করেছে।

পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ মো. আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাথরঘাটা থানার এএসআই আ.হালিম বাচ্চাটিকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বলে জানা গেছে।। বাচ্চাটি বর্তমানে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

খবর পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাচ্চার ছবি ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা শিশুটিকে একনজর দেখতে হাসপাতালে ভিড় জমান।

আরো পড়ুন:
পাবনার বেড়ায় মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত
রাণীনগরে সিআইজি খামারী প্রশিক্ষণ

আবুল বাশার আরও জানান, পাথরঘাটা বিএফডিসি সংলগ্ন রাস্তার পাশের একটি দেয়ালের ওপর থেকে বিস্কুটের কার্টুনের ভিতর সদ্য জন্মানো ১টি অজ্ঞাত শিশুকে মুখে কসটেপ পেঁচিয়ে কে বা কারা ফেলে চলে গেছে। শিশুটি পুত্র সন্তান।

তিনি জানান,শিশুটিকে মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য বিএফডিসি এলাকার মারুফের কাছে হাসপাতাল থেকে হস্তান্তর করা হয়েছে।

সেপ্টেম্বর ২৩.২০২১ at ১৬:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ভক/জআ