পাবনায় নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের উদ্বোধন করেছেন – এমপি প্রিন্স

পাবনায় সদর উপজেলার সাদুল্লাহপুরে ২ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ে নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনটির উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন তিনি।বক্তব্য কালে তিনি বলেন,আওয়ামীলীগ সরকার যতবার ক্ষমতায় আসবে ততবারই দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে রাজনীতি করে। তিনি আজ দেশের শহর আর গ্রামকে বিভক্ত না করে একই ডিজাইনে দৃষ্টিনন্দন শিক্ষা প্রতিষ্টানে নতুন নতুন ভবন নির্মাণ করছেন।

যা শিক্ষার্থীদের পড়াশুনা প্রতি আগ্রহ বাড়িয়ে দিবে। সভায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেসমিন আরা খাতুনের সভাপতি আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শ্রী চন্দন কুমার চক্রবর্তী, সাদুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুন্সী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, সাদুল্লাহপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রইস উদ্দিন খান প্রমুখ।

আরো পড়ুন :
৪ হাজার চিকিৎসক নিয়োগের ফল প্রকাশ আজ
বগুড়ায় কেরাম খেলার অন্তরালে চলছে জমজমাট জুয়া

সাদুল্লাহপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক জয় মাহমুদ জিয়া’র পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের নেতা সিদ্দিকুর রহমান খান, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, সাদুল্লাহপুর ইউনিয়ন স্বেচ্চাসেবক লীগের আহ্বায়ক বদরুদ্দোজা খান মানিক, যুগ্ন আহ্বায়ক সোহাগ খান,হাফিজুর রহমান, চরতারাপুর ইউনিয়ন স্বেচ্চাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক মোস্তফা কালাম,সাদুল্লাহপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রেন্টু সহ প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থী বৃন্দ।

সেপ্টেম্বর  ০৯.২০২১ at ১৮:২০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মিতা/রারি