নর্থ বেঙ্গল সুগার মিলের চুক্তিভিত্তিক শ্রমিক-কর্মচারীদের সাঁটাই বন্ধের প্রতিবাদে কৃষক-শ্রমিক সমাবেশ

নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের চুক্তিভিত্তিক শ্রমিক-কর্মচারীদের সাঁটাই করে বন্ধ হয়ে যাওয়া চিনিকলের শ্রমিক ও কর্মচারীদের পদায়ন করার প্রতিবাদে কৃষক-শ্রমিক সমাবেশ করেছে মিলের অস্থায়ী শ্রমিক-কর্মচারী ও আখচাষীরা। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) উপজেলার গোপালপুর শহীদ মিনারের পাদদেশে এই সমাবেশ করে তারা।

সমাবেশে বক্তরা জানান,‘চিনি শিল্প ধ্বংস করতে পায়তারা করছে একটি কুচক্রী মহল। তারই অংশ হিসেবে বন্ধ মিল চালু না করে সে সব মিলের শ্রমিক কর্মচারীদের এ মিলে বদলী করা হচ্ছে। অথচ এসব পদে অনেক আগে থেকেই অস্থায়ী ভিত্তিতে কাজ করছেন এলাকার লোকজন। অন্য চিনিকলের শ্রমিক-কর্মচারীরা যোগদান করলে তাদেরকে কাজ হারাতে হবে। তাই শ্রমিক সম্বনয়ের নামে শ্রমিক সাঁটাই বন্ধের দাবি জানান বক্তরা।’

আরো পড়ুন :
পাইকগাছায় প্রশাসনের আদেশ উপেক্ষা করে পথে পাকা প্রাচীর নির্মানের চেষ্টা
রাজশাহী ওয়াসার ১৪৯ কর্মচারীর চাকরি স্থায়ীকরণের কথা বলে ২০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

এসময় সিবিএ সাবেক সভাপতি খন্দকার শহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ‘লালপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উত্তরবঙ্গ আখ চাষী সমিতির সভাপতি ইব্রাহিম খলিল, আনসার আলী দুলাল, আব্দুর রব প্রমূখ।

সেপ্টেম্বর  ০৭.২০২১ at ২০:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আরটু/রারি