নওগাঁর রাণীনগরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে প্রাণিসম্পদ এবং ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি’র) সহযোগীতায় উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজন করেন।

আরো পড়ুন :
গাজীপুরে ৪৯, ৫০ নং ওয়ার্ড বেরিবাধ সড়কে ময়লা, আবর্জনার স্তূপ
মানুষের রাজনৈতিক-গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে, মোশারফ এমপি

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শরিফ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব ইউনুস আলী প্রামানিক সহ অন্যান্যরা। এদিন প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে ২৩ টি প্রাণিসম্পদ প্রদর্শনী স্টল বসানো হয়। অনুষ্ঠান শেষে খামারীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

সেপ্টেম্বর  ০২.২০২১ at ১৯:২৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সোরা/রারি