বঙ্গবন্ধু অংকন ক্যানভাস চিত্রপ্রদর্শনী ছবিরহাট পরিদর্শন করলেন জেলা প্রশাসক

শিল্পীর ছোঁয়াতে শিল্পের চাষাবাদ এই শ্লোগানে জহির রায়হান চলচ্চিত্র সংসদ নওগাঁ’র অঙ্গসংগঠন নওগাঁয় জাতীয় শোক দিবস উপলক্ষে চারুকলা গ্যালারীতে বঙ্গবন্ধুকে নিয়ে অংকন ক্যানভাস চিত্রপ্রদর্শনী ছবিরহাট পরিদর্শন করলেন জেলা প্রশাসক নওগাঁ।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দুইদিন ব্যাপী বঙ্গবন্ধুর উপরে আঁকা ক্যানভাসে ছবি প্রদর্শনীর মধ্যদিয়ে ছবিরহাট নওগাঁ শহরস্থ মুক্তিরমোড় “জহির রায়হান ভাস্কর্য প্রাঙ্গণে চিত্র প্রদর্শনীর দ্বিতীয় দিনে ছবিরহাট চারুকলা গ্যালারীতে বঙ্গবন্ধুকে নিয়ে অংকন করা চিত্রপ্রদর্শনী পরিদর্শনে আসেন, নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসন কর্মকর্তা উপপরিচালক স্থানীয় সরকার ডিডিএলজি উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুহাম্মাদ ইব্রাহীম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. শিহাব রায়হান, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দীন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিক্ষা ও কল্যাণ শাখার মুসতাহসিন তাসমিম রহমান অনিদ্র ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন ছবিরহাট, নওগাঁ চারুকলা স্কুল ও গ্যালারী’র প্রতিষ্ঠাতা সমন্বয়ক রহমান রায়হান।

আরো পড়ুন:
বেনাপোলে ৩ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক
মশার উপদ্রব বাড়ছে সাভারে

জেলা প্রশাসক হারুন অর রশীদ পরিদর্শন শেষে চিত্রপ্রদর্শনীর প্রশংসা করেন ও ছবিরহাট চারুকলা পরিবারকে অভিনন্দিত করা হয়েছে।

জানা যায় শিল্পীর ছোঁয়াতে শিল্পের চাষাবাদ, শ্লোগানকে প্রতিপাদ্য করে ২০১৮ সালের ১৯ এপ্রিল বৈশাখ মাসের প্রথম শুক্রবার প্রতিষ্ঠিত হয় জহির রায়হান চলচ্চিত্র সংসদ নওগাঁ’র অঙ্গসংগঠন “ছবিরহাট, নওগাঁ চারুকলা স্কুল। স্কুলটি জহির রায়হান নওগাঁ পরিবারের চারুশিল্পী বন্ধুদের স্বেচ্ছায় অবৈতনিকভাবে পরিচালিত হয়ে আসছে। নওগাঁ জেলা সমবায় চত্বরে সমবায় শিক্ষায়তনের পরিত্যাক্ত ভবনের সামনের খোলা বারান্দায়।

আগষ্ট ১৯.২০২১ at ১৪:৪৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সর/জআ