৩৩৩ নম্বরে কল করায়- দুমকিতে ১১দরিদ্র পরিবারে খাদ্য পৌছে দিলেন ইউএনও

পটুয়াখালীর দুমকিতে কঠোর লকডাউনের সরকারি বিধিনিষেধের মধ্যে জরুরী সেবার ৩৩৩নম্বরে কল পেয়ে ১১হতদরিদ্র পরিবারে খাদ্য পৌছে দিলেন ইউএনও।

গতকাল সোমবার (২ আগষ্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদ প্রতি পরিবারের জন্য ১০কেজি চাল, ২কেজি আটা, ২কেজি ডাল, ৫কেজি আলু, ২লিটার সয়াবিন তেল ও কিছু শুকনো খাবার বস্তায় ভরে পাঙ্গাশিয়া, লেবুখালী ও মুরাদিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের হতদরিদ্র ১১পরিবারকে খাদ্য সহায়তা পৌছে দেন।

খাদ্য সহায়তাপ্রাপ্ত হতদরিদ্র পরিবারগুলো হচ্ছে, পাঙ্গাশিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোস্তাফিজুর রহমান, খাদিজা আক্তার, মজিবুর রহমান, রোকসানা, ছালেহা বেগম, ৫নংওয়ার্ডের ইমরান, ৭নং ওয়ার্ডের রুবিনা বেগম, সারিয়া, জামাল হোসেন, লেবুখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আলম সর্দার, ৪নং ওয়ার্ডের হোসনেয়ারা বেগম।

এর আগে রবিবার বিকেল ও রাতের বিভিন্ন সময়ে হদরিদ্র পরিবারের পক্ষ থেকে জরুরী হেল্পলাইন ৩৩৩ নম্বরে কল দিয়ে খাদ্য সাহায্য চাওয়া হয়। ইউএনও শেখ আবদুল্লাহ সাদীদ বলেন, অতিমারী করোনা ভাইরাস কোভিড-১৯ দ্বিতীয় ঢেউ সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে জাতীয় হেল্পলাইন ৩৩৩’র মাধ্যমে প্রতিদিনের খুদে বার্তার বিপরীতে ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে।

জুলাই ০২.২০২১ at ১৭:৫৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এমজেইউ/এসআর