উদয়ন ম্যাটস শিক্ষার্থী ফোরামের ছাগল পেলো লালপুরে বৃদ্ধা কইতুরী বেওয়া

নাটোরের লালপুরের বাওড়া গ্রামের ৭৫ বছর বয়সী বৃদ্ধা কইতুরী বেওয়া। স্বামী হারিয়েছেন দুই দশক আগে। নেই নিজের কোন ছেলে মেয়েও। অন্যের বাড়িতে কাজ করে যোগান দুইবেলা খাবার।

এমনই ছয়জন গ্রামীণ দরিদ্র, বিধবা, স্বামী পরিত্যক্তা ও দুস্থ নারীদের সামাজিকভাবে স্বাবলম্বী করতে বিনামূল্যে ছাগল বিতরণ করেছে উদয়ন ম্যাটস প্রাক্তন ও বর্তমান স্টুডেন্টস ফোরাম নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার (৩০ জুলাই) নাটোরের লালপুরসহ নওগাঁ সিরাজগঞ্জ, পাবনার ছয়জন নারীকে একটি করে ছাগল বিতরণ করেন সংগঠনটির সদস্যরা।

সংশ্লিষ্টরা জানান, ছাগল মাঠে ছেড়ে পুষলে তার খাবারের ৭০ ভাগ নিজেই জোগাড় করে নেয়। সঙ্গে অল্প দানাদার খাবার দিলেই যথেষ্ট। জায়গাও লাগে অল্প। রোগব্যাধি কম হওয়ায় ঝুঁকিও কম।

আরো পড়ুন :
রোহিঙ্গাদের বাংলাদেশে স্থায়ী করার প্রস্তাব বিশ্বব্যাংকের
৫ মাসে তিনবার ভাঙল সেতুর সংযোগ সড়ক
রোহিঙ্গাদের বাংলাদেশে স্থায়ী করার প্রস্তাব বিশ্বব্যাংকের

এমন বিষয়গুলো বিবেচনায় রেখে বিনামূল্যে ছাগল দিয়ে দুস্থ নারীদের স্বাবলম্বী করে তোলার প্রয়াস থেকেই এই কার্যক্রম এবং এই ধারা অব্যহত থাকবে। এছাড়া সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন রকম সামাজিক উন্নয়ন মূলক কাজ যাচ্ছেন বলে জানান তারা।’

জুলাই ৩০.২০২১ at ২০:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর