লালপুরে ওয়ালিয়া ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (৩০ মে) দুপুরে দেশ ব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সামাজিক দুরত্ব বজায় রেখে ওয়ালিয়া ইউনিয়ন পরিষদ হলরুম স্বাস্থ্যবিধি মেনে সিমিত পরিসরে উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইউপি সচিব আরিফুল ইসলাম ২০২১-২২ অর্থবছরে ইউনিয়ন পরিষদের বাজেটে ঘোষনা করেন। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয় ২ কোটি ৪ লক্ষ ৯৬ হাজার ৮৭২ টাকা। সম্ভাব্য ব্যয় ধরা হয় ২ কোটি ১ লক্ষ ৬৯ হাজার ৮৭২ টাকা। সম্ভাব্য উদ্বৃতি ধরা হয় ৩ লক্ষ ২৭ হাজার টাকা।

আরো পড়ুন:
যশোরের শার্শায় গৃহবধুকে ধর্ষনের অভিযোগে-২জন আটক

উন্মুক্ত বাজেট অধিবেশনে ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সহ-সভাপতি এইচ এম শরিফ, নাটোর জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহেল সাফি টুকু, ওয়ালিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাকিব প্রমুখ। এছাড়াও ওয়ালিয়া ইউপির সকল সদস্য-সদেস্যাসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।