পটুয়াখালীতে বিপনীবিতান ও দোকানপাটে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

পটুয়াখালীতে বিপনীবিতান ও দোকানপাটে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। বেশির ভাগ ক্রেতা বিক্রেতারাই ব্যবহার করছেনা মাক্স। পাশাপাশি বসে গাঁ ঘেষে চলছে বেচাকেনা। দোকানের সামনে হ্যান্ড স্যানিটাইজার রাখার কথা থাকলেও সেটা মানছেনা কোন দোকানী। ফুটপাতের দোকানে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। এছাড়া সামাজিক দূরত্বের বালাই নেই কোন হাট বাজারে।

এ ব্যাপারে প্রশাসনের নেই তেমন কোন তৎপরতা। তবে এখনও এসব দোকানে ঈদের বেচাকেনা জমে ওঠেনি বলে জানিয়েছে ব্যবসায়ীরা।

এপ্রিল ২৭, ২০২১ at ১৬:৫৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসচি/এমআরএইস